ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

ভারতীয় মেসি সুনীল ছেত্রীর অবসরের ইঙ্গিত

বেশ কয়েক বছর ধরেই অবসরের গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর। তবে এবার অবসরের গুঞ্জন উস্কে দিয়েছেন সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতাদের তালিকায় ষষ্ঠ অবস্থানে থাকা ছেত্রী নিজেই।


আসলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন পরিচালনার জন্য সভাপতি প্রফুল্ল প্যাটেলকে সরিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্ট তিন সদস্যের কমিটি (সিওএ) গড়ে দিয়েছে। অনেকেরই আশঙ্কা, এর ফলে ফিফা ভারতকে নির্বাসিত করতে পারে।


আগামী বুধবার কম্বোডিয়ার বিপক্ষে এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে ভারত। আগাম সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিয়ে কথা বলেন সুনীল ছেত্রী। এ সময় নিজের অবসরের সম্ভাবনার কথাও জানিয়ে দেন ভারতীয় অধিনায়ক। তিনি বলেন, ‘এই খবরটা (নিষেধাজ্ঞার কথা) শোনার পরে আমিও আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কারণ, এ রকম কিছু হলে দেশ জুড়ে চরম অস্থিরতা সৃষ্টি হত। তা ছাড়া আমার বয়স এখন ৩৭। জানি না, আর কত দিন খেলতে পারব। এটাই আমার শেষ ম্যাচ হবে কি না, তা-ও জানি না।’


ছেত্রীর আশা ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়বে না ভারত।, বলেন, ‘আমার সামান্য জ্ঞান দিয়ে যা বুঝেছি, চিন্তিত হওয়ার কারণ নেই। আশা করছি, ফিফা নির্বাসিত করবে না। সব কিছু নিয়ন্ত্রণেই রয়েছে।’


অবসরের পর কোচিং নাকি ফুটবলের প্রশাসনিক পর্যায়ে দেখা যাবে তাকে, এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে অন্য দুনিয়ায় হারিয়ে যান সুনীল, ‘আমার ইচ্ছে জঙ্গলের মধ্যে একটা বাড়ি বানাব। কোলাহল, মোবাইল ফোন থেকে অনেক দূরে থাকতে চাই। প্রচুর বই পড়ব। জীবনকে উপভোগ করব। আর আত্মজীবনী লিখবো।’

ads

Our Facebook Page